আমি একাকী
তুমি বহুদূরে
মধ্যে দুস্তর ব্যবধান
মাত্র সাতশ কিমি যে।

মন চাই যেতে
পেশা দেয় আটকে
বোঝাবে কে তাদের
তোমার আমার প্রেমকে।

এক দুদিনের ছুটি
চলে যাব ভাবি।
ক্লান্ত দেহ চায়না যেতে
মন খানি  দুরন্ত যে।

মনকে কে বাধিবে
চলে সে নিজের খেয়ালে
প্রেম চায় না যেতে
মনের শাসনে।

বসন্তে আমি একাকী
তুমি অনেক দূরে
মনের রং বিবর্ণ
হয়ে যায় অনাদরে।

বিবর্ণ পাতা ঝরে
আসে নতুন পাতা
হারাচ্ছি একটি করে বসন্ত
জীবন হচ্ছে একা।