ভুলে যাওয়া বললেই ভোলা যায় কি?
দীর্ঘ সম্পর্ক ভেঙে গেলে মুছে যায় কি?
নদীর পার ভাঙলেও জল কি তারে ভোলে?
ভুলে যাওয়া বললেই তার কথা মনে পড়ে।

বসন্ত কি ভুলে যায় ফুল ফোটাতে ?
কোকিল কি ভুলে যায় বসন্তকে?
ভোলা বললেই জেগে ওঠে ব্যথা
একেবারে ভোলা তো পাতা ঝরে যাওয়া।

ভুলে যেতে তো চেয়েছি তারে বারে বারে  ,
পড়ন্ত বিকেলে তার কথা মনে পড়ে,
একদিন তার সাথে ঐ বিকেলে কত ঘুরেছি ,
ভোলা মানেই তো পাখির পালক ছাড়া।

স্মৃতিতে বেঁচে থাক তার ভুলে যাওয়া ,
মোহনা থেকে নদীর না ফিরে আসা।
তার ভুলে যাওয়াটা হয়ত ভুলে যাওয়া,
আমার ভুলে যাওয়াটা হয়ত মৃত্যু।