সীমাহীন বেদনা তুমি কি ?
তোমার নাম যতই জপি।
ততই দুঃখ বেড়ে যায় যে
ভালোবাসার  যাতনা ভারী যে।

তোমার দূরে দূরে যাওয়া
বেদনাকে বড় করে দেওয়া।
বিরহের সৌন্দর্য বুকে মেখে
ভেসে চলি প্রেম বেদনার অশ্রুতে ।

সীমাহীন বেদনা- আভরণ তুমি
ভুলতে পারছিনি তোমায় যে সখি।
প্রেম সুধা লাগে তিতো
বিরহ - বেদনার মালা জড়িয়ে গলায়।