হে বসন্ত -
তোমার রঙে রাঙাও,
বাহিরে চেয়ে দেখো -
কত রঙের খেলা চলে!
মানব রঙের নেই খেলা
রকমারী রঙ যে মেলা ।
হে বসন্ত -এসো তুমি
মিশিয়ে দাও মানব রঙখানি
মেতে উঠুক ভালোবাসার রঙে
খেলাও তারে খেলাও তারে।
বিষ রঙ সরিয়ে দূরে ,
তোমার ফুলের রঙে,
তোমার পাতার রঙে,
রাঙিয়ে দাও- রাঙিয়ে দাও
মোদের দেহ- মন খানি।