ধরতে চেয়েছিলাম মুঠোয় তোমায়
ফাঁক রাখেনি একটু কোথাও।
তবুও গলে জল হয়ে গেলে
বরফ হয়ে থাকলে না মুঠোয়।
ধরতে তো চেয়েছিলাম মেঘের
মত উড়ে গেলে কোন দিকে।
হৃদয়কে ভেবেছিলাম বাঁধব কষে
শিশিরের মতো আলোয় গেলে উবে।
ধরতে তো চেয়েছিলাম সমুদ্রের ঐ ঢেউ
বুঝেনি এত ক্ষুব্ধ তোমার হৃদয়।
ধরতে তো চেয়েছিলাম ঐ বাদামী হরিণ
গভীর জঙ্গল বুঝতে পারিনি।
ধরতে চাইছি হৃদয়ের খাঁচায়
বক্ষ পিঞ্জর ভেদ করে যাবে উড়ে?
ভালোবাসার দৃঢ় শিকলে বেঁধে
শক্ত করে ধরে রাখব তোমায়।