বিরাট বট গাছের মত
তুমি ছিলে মাথার উপর
আজ তুমি গেছো চলে
হারিয়ে গেছে ছায়া।
হারিয়ে গেছে স্নেহ,মায়া
হারিয়ে গেছে তোমার হাত ধরে চলা
হারিয়ে গেছে বাবা বলে ডাকা।
ডাকতে যখন খোকা বলে
ছুটে আসতাম তোমার কোলে ,
তোমার বুকে মাথা গুঁজে
পেতাম স্নেহ -ভালোবাসা যে।
হিমালয়ের মতো আগলে
কে আর রাখবে বাবা ?
বাবা ,সবই আছে জীবনে -
তোমার আদর্শ, শিক্ষা
আঁকড়ে ধরে জীবন।
নেই শুধু তুমি বাবা
চলে গেছে কত দূরে।
মান অভিমান কত হয়েছে বাবা
ভালোবেসে দিয়েছ তারে দূরে
কে আর ডাকিবে আয় বাছা
কোলে আমার কোলে।
তোমার ঐ বট গাছের মত
দাঁড়িয়ে থাকা শুধু শাসন ছিল ?
ছিল ভালোবাসার চিহ্ন।
আজ তুমি নেই আর নেই সেই বট গাছ
স্নেহ মমতার ছায়া আজ নেই আর।