তোমাকে পেয়েছি শুধু ভোরে
যখন আকাশে গুটি কয়েক তারা ,
অন্যেরা সূর্যের ভয়ে লুকিয়ে পড়ে,
শুধু তুমি তখন কেন জাগাও আমারে।
ভোরাই সঙ্গীত আমি গাইতে পারিনা ,
আর সন্ধ্যারাগ তুমি ভালোবাসো না,
এসো তুমি, মধ্যরাতের গান শুনি।

নক্ষত্র ভরা আকাশ, গভীর কালো রাত
ক্লান্ত সূর্য গভীর ঘুমে মগ্ন, নক্ষত্রদের দুষ্টুমি
একাকীত্বের ভারে মৃতপ্রায় চাঁদ আজও দেখে পৃথিবীরে
পেঁচার আনাগোনা ইদুরদের দেখে,
সোনালী শেয়ালের ঘোলাটে চোখ জ্বলে ঐ দূরে,
এখনো শিশির গভীর হয়নি,
এখনো শিশিরের ভারে পাতা গুলো কেঁদে ওঠেনি,
এখন ঘাসের উপর তোমার- আমার পদচারণা শুনি,
এসো তুমি ,আমরা আবার মধ্যরাতের জয়গান গায়।

দিনের শেষে গভীর হতাশায় যারা ঘুমিয়েছে,
সংসারের বোঝা ঠেলতে ঠেলতে যারা নিয়ত পরাজিত,
যে প্রেমিকা তার প্রেমিককে ছেড়ে হতাশায় মগ্ন,
পৃথিবীর গভীর শব্দে তারা ক্লান্ত ,
এক অস্থির সময়ের গর্ভে দাঁড়িয়ে আমরা,
চেতনা হীন লোকের ভিড়ে হারিয়ে গেছে ভালো মন্দ।
এসো তুমি,এই অস্থির সময়ের গর্ভে -
আশার বীজ বপন করি,
এক নতুন সূর্যের আগমনে ,
আজ প্রভাত ফেরীর গান‌ শুনি।