আস্পর্ধা কোন্ দিন ছিল না
এখনও আস্পর্ধা জন্ম নেয় নি।
ট্রাফিক সিগন্যাল কোনদিন ভেঙেছি
মনে আসে না।
কলেজের ফর্ম তোলার লাইন ভেঙেছি
মনে আসে না।
এখনও রেশনের লাইন দাঁড়িয়ে
রেশন তুলি।
এখন জলের লাইনে দাঁড়িয়ে
জল নিই।
আসলে আস্পর্ধা জন্ম নেয় নি।
সবাই যেখানে নিয়ম ভেঙে চলে
আমাদের মত আস্পর্ধা হীন তা মেনে চলে।
আস্পর্ধা ছিল না বলে তাকে কোনদিন বলেনি
চলো সিনেমা দেখে আসি।
আস্পর্ধা জন্মায়নি বলে বলেনি কোন দিন
চলো কফি শপে ঘুরে আসি।
আস্পর্ধা ছিলনা বলে তাকে বলেনি
চলো পার্কে।
আস্পর্ধা নেই বলে তাকে চুম্বন করার বাসনা
মনে জমিয়ে রাখি।
আস্পর্ধা হীন বলে তাকে যেতে দেখেছি
অন্যের সাথে ।
আস্পর্ধা নেই বলে চোখ বুজে
সব দেখি।
আস্পর্ধা নেই বলে জলাশয়ে মাটি গজায়
দাঁড়িয়ে দেখি।
আস্পর্ধা নেই বলে নিজের দাবি চুরি হয়ে যায়
বসে দেখি।
আস্পর্ধা নেই বলে দেশ রসাতলে
চোখের জল ফেলি।
আস্পর্ধা নেই বলে উচ্চস্বরে বলতে
পারি না ভুলকে ভুল।
আস্পর্ধা আছে শুধু নিজের উপর
জুলুম করা।