এসো বৃষ্টি সশব্দে নয়- নীরবে
যে ভাবে হেমন্তের শিশির আসে,
সে ভাবে এসো তুমি- নীরবে।
যেথায় মরা ঘাসের গন্ধ এখনও লেগে আছে ,
মৃতপ্রায় ফড়িং এর দেহ শুয়ে আছে তোমার অপেক্ষায় ,
এসো তুমি বৃষ্টি সশব্দে নয়-নীরবে।
এখানে শব্দের অভাব নেই- শব্দ শুধু শব্দ
আমার প্রেমিকারা-যারা ঘাসের উপর খেলে বেড়াত,
যারা আমার মনের বাগানের ফুলের মধু খেতে আসতো,
যাদের ডাকে আমি ভোরে শিশিরের পদধ্বনি শুনতাম ,
সব ছেড়ে চলে গেছে কোন নীরবের দেশে-
শুধু মন জেগে আছে- ঘুমাতে পারে না শব্দে।
বৃষ্টি তুমি এসো না সশব্দে
নীরবে তোমায় গায়ে মেঘে -
মৃত প্রায় ফড়িং জেগে উঠবে,
মরা ঘাসের গন্ধ সতেজ হয়ে ঘুরে বেড়াবে,
আমার প্রেমিকারা যারা দূর দেশে লুকিয়ে আছে ,
বৃষ্টি তুমি নীরবে এসো - তারাও আসবে।