একদিন ছিলাম সতেজ
সবুজ পাতায় ভরা।
চেয়েছে কচি কচি পাতা
ভালোবেসে দিয়েছি তা।
কত জনের আশ্রয়স্থল
কত জনের জীবন
গরমে দিয়েছিলেম ছায়া।
ফুরফুরে হাওয়ায় ভরিয়েছি মন
কত পাখির কুজনে জেগেছে সকাল ।
আমার স্নেহে বড় হয়েছে কত,
কত ঝড় আগলেছি এ দেহে,
কত স্মৃতি ছিল একদিন ,
হায়! আজ হয়েছি দুর্বল ।
সবুজ পাতা খসে গেছে ,
ডালপালা শুকিয়ে যাচ্ছে ,
ঐ আসছে কাঠুরে করাত হাতে,
এবার কেটে ফেলবে ডাল ,
একে একে কান্ড,তারপর সব শেষ ।
তাদের বোঝাও -উপড়ে যেন না ফেলে্
এখনো জীবন আছে ,
এখনো শক্তি আছে ঝড় সামলানো।
কেটো না আমায়, কেটো না বন্ধু
পড়ন্ত বেলায় দরকার নেই কোন ?