দাঁড় করিয়ে  দরজার এপারে
কি কথা বলো ওপারে?
কার সাথে কথা বলো?
না ব্যস্ত আছো অন্য কাজে?
কি বলো আসে না কানে
বিরবির শব্দ হয়ে বাতাসে ভাসে।

কড়া নাড়ি বারে বারে
কানে কি পৌছায় না সে?
বাজারের আগুন হাতে নিয়ে
পকেট চিৎকার করে জ্বালায় যে!
ভালোবাসা বারে বারে দেয় টোকা
এখনও ভাঙেনি ঘুম তার  যে!
বাইরে ঘুমায় পৃথিবী ভেতরে ঘুমায় মন
জেগে থাকে অর্থ বোঝে অর্থ ক'জন!