তোমারে প্রথম যেদিন দেখিনু
মনের গভীরে হালকা হাওয়া
খেলে গেছিল সেদিন
সূর্যের নরম রোদ গরম হয়নি তখনও।
তোমারে দ্বিতীয়বার যেদিন দেখিনু
মনের গভীরে ঝড়ও হাওয়া
বয়ে গেছিল সেদিন
সূর্যের নরম রোদ ছিল না তখন।
তোমারে তৃতীয়বার যেদিন দেখিনু
সারা শরীরে স্নিগ্ধ হাওয়া
খেলে ছিল তখন
চাঁদের কোমল আলো ছিল তখন।
তোমাকে দেখব বলে চতুর্থ বার
দাঁড়িয়ে ছিলাম চলার পথে তোমার
বলব বলে সহজ করে মন- কথা
শেষ হল না আমার অপেক্ষার।
তোমারই আসার পথে পঞ্চমবার
দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়
তখন সূর্যের গোধূলি লগ্নে গমন
তোমার আসা আর হল না!
ষষ্ঠবার,সপ্তমবার,অস্টমবার,নবমবার
আমার দিন কাটে তোমার অপেক্ষায়
চাঁদ পূর্নিমা ছেড়ে চলে অমাবস্যায়
আমার লেগেছে মন- গ্ৰহন তাই।
দশমবারে দেখা পেলাম তোমায়
সঙ্গে কে?-হাতে হাত রেখে চলো কোথায়?
ব্যর্থ -মন সূর্য ডোবার অপেক্ষায়
গ্ৰহনে-গ্ৰহনে আজ অন্ধকার তাই।