আমার ঠিক ভালোবাসা আসে না
ভালোবাসা বলতে পার্কে বসে সময় কাটানো
বা সময় কাটানোর ফাঁকে চুম্বনের বাসনা
ভালোবাসা বলতে সিনেমা হলে প্রথম শো
সিনেমা দেখতে দেখতে ছোঁয়ার উদগ্ৰ বাসনা।
কফি শপে কাপে চুমুক দিতে দিতে
তার গোলাপী ঠোঁটের দিকে তাকিয়ে থাকা।
আমি ঠিক ভালোবাসতে পারি না বলে
আরশোলার মতো অন্ধকারে বসে
ভালোবাসা খুঁজে বেড়ায়।
কুনোব্যাঙের মত স্যাঁতসেঁতে ঘরে বসে
ভালোবাসার গল্প পড়ি।
আমার ঠিক ভালোবাসা আসে না বলে
ভীতু খরগোশের মতো মুখ লুকিয়ে থাকি।