এই সেই তিস্তা
প্রথম চিনিয়েছিল সে।
প্রেম- ভালোবাসার গভীর মানে
জলধারায় লিখেছিল তার তীরে।
তিস্তার নদীর তীরে
হাতটি ধরে সে
চিনিয়েছিল ভালোবাসা
কি?
তারপর-কত বিকেলে শান্ত মাছের
জলের তীরে খেলার মাঝে,
কাকের ডানায় আলোর খেলা,
জলের মধ্যে ঝিলমিল করা,
হাতটি সে কতবার রেখেছে -এই হাতে।
ঐই পাড়ের দূর থেকে সতর্ক চোখ
তবু সে বুঝিয়েছিল ভালোবাসা।
সে জলধারার সাথে
বয়ে চলে গেছে কত দূরে ।
ভালোবাসা এখন তীরে
মাছের দলের সাথে খেলা করে।
ঐই পাড়ের বাঁকা হাসি,
কাকের ডানায় খেলে বেড়ায় ,
জলধারা বয়ে নিয়ে যায়।
হয়ত তার বাড়ি তিস্তার তীরে
কোথাও এককোনে ।
চিনিয়েছিল সে একদিন
তিস্তা নদীর তীরে
ভালোবাসা কী?
জানিয়ে দিয়েছে তার তীরে
ভালোবাসার মানে-বিরহ।
চোখের জল তার সাথে
বয়ে চলে তার বাড়ির কোনে
হয়ত সে ঐ জল কলসীর মধ্যে
ভরে রাখে সে আপন মন-কোনে।
তিস্তা নদীর তীরে
সে হাতে হাত রেখে বুঝিয়েছিল
একদিন -ভালোবাসা -দুঃখ-বিচ্ছেদে।