হে স্বামী -
ভাঙো তব ধ্যান,
চেয়ে দেখ জগতে-
স্বর্গে ভালোবাসা কোথায়?
স্বর্গের জীবন দেখেছে কে?
একটি মাত্র জীবন
ঝরছে পাতার মত।
কি মোহে বা কি লোভে
করছ তপস্যা অনবরত!
স্বর্গের লোভে তুমি কি
করছ তপস্যা দিবারাত ?
কে দেখেছে তা বলো?
এই মর্ত্যেই ফোটে ভালোবাসার ফুল
তবে কেন করছ অবহেলা তারে।

হে স্বামী -
এসো ফিরে  এই মর্ত্যে
জড়িয়ে ধরো তার বুক ।
এসো ভালোবাসা বীজ ছড়িয়ে
ভালোবাসার চাষ করি
এই পৃথিবীর শূন্য বুকে।