তোমাকে যখন ভাবি - চিনেছি
তুমি ঠিক তখনই অচেনা হয়ে যাও
মন যখন বোঝাপড়ার পথ পেলো বলে
ঠিক তখনই তুমি কেমন বদলে যাও শাওন মেঘে।
আসলে তুমি কি?
ভেবেছিলাম তুমি তুমি পূর্ণ -পূরণিমা
আলোয় ভরে থাকবে জীবনে
হয়ে যাও দ্বিতীয়ার চাঁদ কেমনে ।
নদীর মৃদু ঢেউ তুমি
ভাবিনি লুকিয়ে ছিল সমুদ্র
নরম হৃদয় ভেবেছিল তোমায়
ভয়ংকর ঢেউয়ের ধাক্কা দেবে বুঝিনি।
সবই পরিবর্তনশীল
বুঝেনি এই মন।
তোমাতে দিয়েছিলুম ডুব
গভীর কুয়া ছিল বুঝি এখন।