যদি দেখা হয় কোনো দিন মৃত্যুর পরে
থাকিব ধ্রুবতারার ঠিক পরে,
খুঁজে নেবে সহজে মোরে।
এ জীবনে মেলে না সময় খোঁজার
ঐ জীবনে থাকবে ঢের সময় তোমার।
ধ্রুবতারা তারার নীচে , আশেপাশে নয়
ছিলাম ত এই জীবনে সর্বদা পাশে
খুঁজে ত পেলে না বা খুঁজলে না।
ধ্রুবতারার ঠিক নীচে মৃত্যুর পর
অনবরত জ্বলে যাব- খুঁজে নেবে।