আড়ি-ভাবের খেলা
খুব মজার খেলা না?
সকালে তোমার সাথে
ঝগড়া করে অফিসে যাওয়া
বাড়ি ফিরে তোমার সাথে ভাব
আবার অভিমান আবার ভাব।
কত মজার না?
বিয়ে আগে তো রোজ ঝগড়া
রোজ ভাব।
রাগ করে কথা বন্ধ করে দেওয়া
আবার পরক্ষনেই ভাব।
ভালোবাসা জমে বেশি
আড়ি আর ভাব খেলায় কী?
তাই খেলি রোজ রোজ
ভালোবাসা গাঢ় করি।
আড়ি নিয়ে তোমার অভিমান
ভাব দিয়ে তারে ভাঙি।
আড়ি আড়ি ভাব ভাব খেলায়
হয় কি সংসার ছায়খার?
আড়ি নিয়ে ভাব দিয়ে
নিশ্চিত করবে জয় তারে।