সামনে নেই তুমি ভুলি তোমারে
স্মৃতি কতদিন রাখবে ধরে।
মুখখানি দেখেছি কবে হায় জানি
অ্যালঝাইমার্স ধরে নেয় স্মৃতি।
ভুলে গেছি তারে ,নামটা হয়ত খুঁজি
কোনদিন ছিল মনের এককোনে ।
হয়তো তার হয়েছে বাষট্টি
আমার হয়েছে পঁয়ষট্টি।
চুল তো পেকেছে হয়ত তার
কালো কুচকুচে ছিল চুল তার ।
ঘুটঘুটে অন্ধকারে কত খুঁজেছি,
কুঁচ ফলের মতো তার সেই রূপ
এখন হয়ত জ্বল জ্বল করে মন।
একফালি নদীর তরঙ্গ
খেলে যেত তার দেহ।
চিকন বালুর মতো মুখখানি
চোখ ঝলসিয়ে দিত কতখানি ।
কত নুড়ি তুলেছি দুই হাতে
দুর্বল হয়ে গেছে সে বাঁধ যে।
ভুলে গেছি ছোট ছোট কথা
সামনে ছিল ,ছিল না ব্যথা।
যদি কাছে থাকত মুখখানি
স্মৃতিতে দিতে হত না ডুব জানি।
পারে না স্মৃতি আর খুঁজিতে তারে
অ্যালঝাইমার্স গিলে নিচ্ছে তারে।