বনের আগুন কহে -
ও ভাই হিংসার আগুন
তুমি কেমনে জ্বলো
মনের মধ্যে অনবরত?

কহিল হিংসার আগুন -
দাবানল ভাই-
মানুষের মন বড় পঙ্কিল
জ্বালিয়ে রাখে সে আমায়।
জ্বলতে আমি চাইনি দিবারাত।
সেও জ্বলে আমাকে জ্বালায়
প্রতিক্ষনে পরজনের ক্ষতি চায়।

বনের আগুন কহে-
ও ভাই দাঙ্গার আগুন
জ্বলো তুমি যখন
ছায়খার হয়ে যায়
কত জীবন।
কহিল দাঙ্গার আগুন -
আমি ভাই - ধর্ম জাতপাতের ফল।
যখন জ্বালায় আমায়
মাতি ধ্বংসের নেশায়
মানুষ হয়ে মানুষের রক্তচায়।

হিংসার আগুন ও দাঙ্গার আগুন
কহে -দাবানল ভাই
শুনিলে আমাদের ব্যথা
এবার শোনাও তোমার কথা।
কহিল দাবানল- ও ভাই
আমি জ্বলি প্রকৃতির নিয়মে
আমার কোন রাগ নাই।
নাহি জ্বলি কারোর মনে
নাহি জ্বলি দাঙ্গায়।
মনের শান্তিতে ঘুমায়।