রেশমাপেক্ষা কোমল তোমারি হস্ত চুমারি আশা!
এই হৃদয়ের মৌচাক জুড়ে বেঁধেছে মধুর বাসা।

যামী শেষে আমি
ভিজেছি গো দামী অশ্রুতে, যখন আলো।
আমার হৃদয়ে পূর্ব গগনে হেসে তাহা চমকালো।

এখানে মানুষ একটু পাষাণ হয় প্রাচুর্য-প্রেমে
এখানে মানুষ ঈর্ষাকর্ষে গিয়েছে নিঁচুতে নেমে,
এখানে মানুষ ঠাট্টা করছে আধুনিকতার নামে,
রসূলের প্রেমে হারিয়ে সবি তো, সহসা গিয়েছে থেমে।

যে নবীর তরে
গা'রে সওরে আবু বকরের স্মৃতি,
এখনো শুনলে সে বাণী হৃদয়ে আসে প্রেমিকের ভীতি,

ফণী দংশনে মরণ বেদনা! ভুলে সে রাসূল প্রেমে,
মোবারক পূত রাসূলের থুথু পেয়ে বিষ যায় নেমে।


লেখার সময়কালঃ ২ই মার্চ ২০১৪