ধরে সাধু বেশ বিদ্বেষী যারা ঘৃণে মানব অন্তর,
ইনসান নহে শয়তান এরা কলঙ্ক,বর্বর ।

এদের নেই কো' করুণা,সুনীতি কিবা পাপে অনুতাপ,
নিরিহ হৃদয়ে লুকায়িত ব্যথা দিবে তাদের অভিশাপ

ভায়ে ভায়ে প্রীতি, এক বিভু-ভীতি দিয়েছে নবীজি দিলে,
আলোর ঐক্য এনেছে আঁধারে,যেন রহি মিশে মিলে ।

এরা ধরা মেঝে পণ্ডিত সেজে কু-বুঝে দিতেছে দোষ,
বিশ্বাসঘাতী শক্তি তারা যে,বিষধর ফণী-ফোস ।

দোষ অন্বেষী, নবী বিদ্বেষী ভরেছে বঙ্গ-ধামে,
দিবা-নিশি খোঁজে কত জগন্য দোষ-ক্রটি নবী নামে।

এরা বদজাত শয়তান এরা দুশমন নবীজির,
এরা মুরতাদ,পাপীদল এরা দাজ্জাল বদশীর
এরা চুরমার, ছলে সুরমার আঁখি এরা দিলো ফাঁকি
এরা উত্তাল মেঘ-অম্বরে ঝড়ো কাল বৈশাখী।
হাঁকে গর্জন,নভেঃ পর্জন্য,নহি পিছপান ডরে
ভাগে শয়তান,জ্বলে ছানখান আল্লাহু আকবরে।

এরা প্রশংসা করতে জানেনা, জানে দিতে অপবাদ।
এরা দাজ্জাল বদশীর এরা হলো চির বরবাদ

এরা ক্ষমতার উত্তাপে জ্বলে জ্বালে মসজিদ পাক,
পুড়ে কোরআন এরা বিশ্বকে করে দেয় হতবাক।
.
মনে বদ ধ্যান, শীরে কোন্ জ্ঞান? মারে মানুষের প্রাণ?
এজন্যই কী পৃথিবীর বুকে হলো তোদের উত্থান?
.
৬+৬+৬+২