শান্তি আছে? কিনবো আমি
কার কাছে ভাই, কোন বাজার?
ব্যাগ হাতে তাই যাচ্ছি হেঁটে,
হোকনা দামী, লাখ-হাজার।
.
কোনখানে এই শান্তি পাবো?
কোনদিনে এর আয়োজন?
শান্তি আমি পাইনা কোথাও!
শান্তি ভীষণ প্রয়োজন।
.
কারওয়ানে কী শান্তি আছে?
না আছে ঐ মগবাজার?
না'কি তাতেও, ফরমালিনে,
জমজমাট ঐ ঠক' বাজার।
.
গোলশানে কী শান্তি আছে?
না আছে ঐ সৌধ সাভার?
না মলম আর সন্ত্রাসীদের
মাইক্রোবাসে হয় পাচার?
.
বন্দরে কী শান্তি আছে?
কন্ট্রেইনারে হয় বাহার?
কোন নিয়ম আর শুল্ক গুনে
আসতে সে খায়,ঘুষ,পাহাড়
.
দল বেঁধে তাই বল পেয়ে যায়,
শান্তি মিছিল কাল সকাল,
মানতে হবে আনতে হবে
শান্তি মোদের এই অকাল।
.
শান্তি খুঁজে ভ্রান্তি ছলে
ককটেলে কাল হোক আঘাত।
চলবেনা ঐ বাস শ্যামলী
বিশ্বরোডে, ভোর নাগাদ।
.
তাও মিলেনি শান্তি আমার
"শান্তি" তুমি কোন কানন?
"শান্তি" তুমি না এলে আজ
জ্বলবে না আগ, ঘর অনুন।
.
বর্ডারে কী শান্তি আছে?
'শান্তি" ছুঁড়ে ক্রস ফায়ার!
শান্তি প্রিয় মানুষগুলো
শান্তিতে হয় মার্টাইয়ার (Martyre)
.
বাংলাতে কী শান্তি বেশি?
রোহিঙ্গা'রা আসছে!
শান্তি তরে নৌকা তাদের
ঐ মাঝিহীন ভাসছে।
.৪+৪+৪+৩/২