হে বঙ্গ স'গামী স্বামী, নীরবি স্বভাব,
অন্যায় তে প্রতিবাদী, সংগ্রামী যে তুমি।
পা'তলে প্র'তাপে গলে হেম মরুভূমি,
আসমান উঁচ্চ খাপে আলোর নবাব।
বিধাতা, যে'দাতা সবি, খ্যাতি মনোরমি!
আঁখি-পল, উজ্জ্বলতা, সু' দেহের মমি।
কী সে' নিয়ামতে বা'রি, করেছে অভাব?
শেষে কিয়ামতে তাঁরি, কী দেবে জবাব?
.
ঐ অকৃত' অজ্ঞ কিছু তোমারি ভেতর
আছে। ( যারা আহমিকা শকটেতে চলে-
দর্পের সর্পের সম, বিষানলে জ্বলে;
যৌবন আমদে হেসে, খুলেছে সতর ।)
কামের আসক্ত করে, শত রঙ্গি ছলে,
খারাফ নিয়্যতে মাখে হারাম আতর।
.
চতুর্দশপদী কবিতা (Sonnet)
অক্ষরবৃত্তঃ ৮+৬