এলো,জুমাহ বার,পূত জুমাহ বার!
এটা নয় দিনভরে ঘুমাবার,
ঐ ক্ষত হওয়া দিলে গত হওয়া গুনাহ
সময় এখন তো কমাবার।
জুমাবার ঐ জুমাবার!
ঐ কঠিন দিবসে বেহেস্ত প্রবেশে
থাকবেনা কোন বাঁধা আর!
বড় কঠিন উত্তপ্ত বেদনার,
ঐ)....মুহূর্ত টা তো যাতনার,
যদি)...না আসে নবীজি করুনার!
(তবে)...হবো গো লাকড়ি পুড়াবার।
জুমাবার সেতো জুমাবার!
(কেঁপে)...যাবে এ মর্ত' জুমাবার,
(তাঁপে)....হবে মানুষ তো হাহাকার,
অভিশাপে বেড়ে গেছে পাপাচার।
চলো পুলকিত প্রভাতে,
ঐ তাহিয়্যাতুল অজু সালাতে,
ভেবে)...নরকের ভীতি ক্বিরাতে!
ঝরে) ..হবে বিগলিত গুনাহগার।
ঐ গোসলের পরে সুবাস আতরে
পালন করো এ জুমাবার !