দেখুন; আমার এক ভ্রাতা নাকি মানব দরদী নেতা!
চাঁ'মুখে জাগ্রত স্লোগান তার, বড়ই সংগ্রামী চেতা।
হমম! আমার এক ভ্রাতা নাকি মানব দরদী নেতা!
দিবসে বলে সে যত একতা,সততার কথা
রজনীর আঁধারে তার কু-কর্মের প্রথা,
আসলে কি বলবো,তার আছে কু-ক্ষমতা!
শুধু নৈতিকতার কত অভিনয় অযথা?
আমার এক ভ্রাতা নাকি মানব দরদী নেতা!
দায়িত্বে আর পদ,পদবীতে হলো কি হলোনা যোগ্য?
যাচাই করুন, জ্ঞানে নয় তারা কর্মে কতটা বিজ্ঞ ।
সুন্নাহ'র কত অনুস্বরণ তার রাসূল দেখানো কাজে,
নাকি মনগড়া মতবাদে চলে, কথা বলে আন্দাজে?
ইনসান তনে শয়তান এলে ছানখান হবে ঐক্য,
খতিয়ে দেখাতে দেরি বলে আজ শত শত মতানৈক্য!
দেখুন, আমার এক দোস্ত!
যে গোপন-বার্তা পাঠিয়ে পাঠিয়ে খায় মানুষের গোস্ত! ভাইকে ডাকে সে পাগল অথচ নিজেও হয়নি সুস্থ।
দেখুন, আমার এক দোস্ত!
এদের চিহ্নিত করুন,
মসির অসিতে শয়তানি ধ্যান বিগ্নিত করুন!
তলোয়ারে নয় তবে, সে আমাদের ই ভ্রাতা ।
কাঁধে দু' ফিরিশতা, লিখে যাইহোক পাপ-পূর্ণের খাতা।
তাকে বুঝাতে হবে! সে আমাদেরই ভ্রাতা।