আমি তাসিন বলছি
তোমরা কি আমাকে চেন?
মনে হয় চিনতে পারনি।

আমি এক যুদ্ধ বিজয়ী কিশোর
তোমাদের নেতাদের অনৈতিকার যুদ্ধে
আমি হার মানিনি।
আমি জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছি
তোমাদের এক একটা জনপ্রতিনিধি
দুর্নীতির সুতিকাগার।
যারা মানুষের ছোট ছোট স্বপ্নকে পুঁজি করে
গড়ে তোলে নিজেদের বিশাল অট্টালিকা।

আমি এমন সব মানুষের মুখে
থুথু ফেলে জীবন দিয়েছি
যারা মিথ্যা আশার ফুলঝুরিতে
আমার বাবা মায়ের স্বপ্নকে ধুলিস্যাৎ করেছে।

তোমরা কি জান?
আমার একটা ছোট বোন ছিল
তার নাম নেহা।
তার ছোট একটা খেলার পুতুল ছিল,
সে পুতুলটি নিয়ে কতইনা আনন্দে মেতে উঠতো।
মাঝে মাঝে সে আনন্দের ভাগ সে আমাকেও দিত।

আমি যখন যুদ্ধে যাপিয়ে পড়ি
তখন নেহাও বায়না ধরে
সেও আমার মত যুদ্ধে শহীদ হয়।
তার ছিল অনেক অভিমান এ সমাজের প্রতি।
এ সমাজ নারী ও শিশুর অধিকার রক্ষার কথা বলে
অথচ আমাদের মত শিশুদের জন্য তারা যুদ্ধ বাঁধিয়ে রেখেছে।
তোমাদের এ সমাজকে আমরা ঘৃণা করিনা,
ঘৃণা করি তোমাদের মানসিকতাকে।
তোমরা সমাজের নেতা নির্বাচন করতে জাননা।
কিছু রাঘব বোয়াল, নারী লোভী
তোমাদের সমাজকে আকড়ে ধরে আছে।

শোন সমাজের মানুষেরা,
যদি তোমরা আমার কন্ঠের ধ্বনি শুনতে পাও
তবে বলছি,
অর্থ বিত্তশালী নয়,
জনপ্রতিনিধিত্বে পরিবর্তন আনো।
এ জনপ্রতিনিধিরা নিজেদের পকেটের টাকা দিয়ে
সমাজের উন্নয়ন করেনা।
এই টাকা আমার বাবার মত
অসংখ্য প্রবাসীর।
এই টাকা অসংখ্য মজুরের রক্তকে ঘামে পরিণত করা টাকা।
তাই, প্রয়োজন এক সৎ নেতৃত্ব।

জাগো, প্রিয় স্বদেশ
ভালো থেকে স্বদেশ।
আমি তাসিন বিদায় নিচ্ছি।