একটি শিশুর স্বপ্ন ছিলো
চাচার বিয়েতে যাবে
বায়না ধরলো মায়ের কাছে
চলনা একটু আগে।

আচ্ছা রকম মজা হবে
খেলবো আমরা বেশ
নেহা আমার সঙ্গী হবে
থাকবে আনন্দের রেশ।

মা বলে অপেক্ষা কর খোকা
আসুক তোমার বাবা
তখন না হয় তোমরা সবে
চাচার বিয়েতে যাবা।

বিদেশ থেকে বাবা আসবে
সেতো অনেক দেরী
মায়ের কথায় মন মানেনা
তাইতো ধরে আড়ি।

ছেলে মেয়ের আবদার এত
মায়ের মন কি মানে
আচ্ছা খোকা চল তবে
আল্লাহ সবই জানে।

চাচার বিয়ে কত মজা
আনন্দের নেই সীমা
প্রাণঘাতী জোয়ারে টানে
শেষ আনন্দের বীমা।

চাচার বিয়ে ঠিকই হবে
আসবে তাদের বাবাও
আসবেনা শুধু তাসিন নেহা
দুনিয়া থেকে উধাও।

হে প্রভু মোর, ক্ষমা করো
হেদায়াত দাও এ জাতির
এমন একজন অভিভাবক দাও
জীবন মরণ সাথীর।

তাসিন নেহা করোনা ক্ষমা
অভিসপ্ত প্রতিনিধিত্বে
দিনগুলো তোমাদের কাটুট
ইব্রাহীম (আঃ) সাথে।