ভাঙো
পায়ে কোনো শেকল থাকলে ভাঙো
মাথার উপর পাথর থাকলে ভাঙো
সামনে কোনো দেয়াল থাকলে ভাঙো
পথে কোনো বাঁধা থাকলে ভাঙো।
যা কিছু সব পুরনো আর অপ্রগতি
সমূলে সব ভাঙো, এবং ভাঙো।
চোখের সামনে কালোর মতো
পায়ের কাছে বাঁধার মতো
অন্ধকারে আঁধার যতো
বন্ধ ঘরের তালার মতো
শব্দ করে ভাঙার মতো
স্তব্ধ করে দেবার মতো
বড় কোনো অট্রালিকা
বুলড্রোজারে ভাঙার মতো
কালাকানুন রুলগুলোকে
মূলোৎপাটন করার মতো
যা কিছু সব অসংগত জনবিরোধ
খেমটা নাচের তালেতালে পায়ের তলে
ঘায়ের বলে ভাঙতে চাইলে জলদি ভাঙো।
শাপল দিয়ে পিচঢালা পথ
রাইফেলের বাট দিয়ে মাথা
ভাঙার মতো ভাঙতে পারো।
ভাঙতে পারো ভালোবাসা
ভাসা ভাসা ভয় ভরসা
ঢাশা আশা ভাঙো, ভাঙো।
ভাঙতে পারো বস্তাপচা
পচা ডিমের মতো করে
ট্যাবুগুলো ভাঙতে পারো।
অন্ধ এবং অন্ধকারের দীক্ষাগুলো
এক নিমেষে ভাঙতে যদি নাইবা পারো,
এক থাপড়ে পরিহাসের
কপালটাকেই ভেঙে ফেলো।
ভাঙতে যদি কোনোকিছু নাইবা পারো
তাহলে যা ভাঙার মতো
সেগুলোকে আঙার করার মতো করে
আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো।
সেই আগুনে জ্বলার মতো
অগ্নিগিরির জালার মুখে
এই পৃথিবীর দুঃখ জ্বালা
প্রজ্বলনের শিখার সাথে
জ্বালো এবং ভাঙো তোমার দুঃখ ব্যথা।
-মাসুদ আলম বাবুল
১৯.১০.২০ পটুয়াখালী।