সেই যে তুমি
তোমার জন্যে চাঁদ উঠেছে
শরৎ ডাঙায়
এবার আমি খেজুর পাতায়
চাঁদখানাকে আটকে দিছি
খেজুর পাতা বলছে যেন
আর পারেনা সময় দিতে
সময় বড় বিশ্রী এক কিপ্টে জিনিস
তুমি শুধু টানাপোড়েন সেই নিশিথে
অবশেষে কাশময়ূরী মেঘ নামালাম
চাঁদ বলেছে আর পারিনে এবার ছাড়ো
মেঘ বলেছে বিষ্টি দেবো কাল সকালে
আজকে আমি পাহাড় চূড়ে নাছ দেখাবো
ততোক্ষণে চাঁদটা বড় ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে
খেজুর গাছটা অন্ধকারে হিজাব পরে
লুকিয়ে আছে শরৎ ডাঙায়
সত্যি তুমি আসবে বলে আর এলেনা
মাঝেমাঝে মেঘের সাথে
টিটকিরি দেয় চাঁদ লুকিয়ে।
০৬.১০.১৬