হারানো বিজ্ঞপ্তি
তোমার বাড়ি আসবো বলে
অনেকটা পথ মাড়িয়েছি
অনেকটা পথ পেরিয়ে শেষে
পথ বলেছে, নিজেই আমি
আমারি পথ হারিয়েছি।
আমি শুধু তোমার জন্যে
এক দু কদম বাড়িয়েছি
পথের মোড়ে স্টপিজে
মাঝেমাঝে দাঁড়িয়েছি।
স্টপিজের পাশের গলির
মধ্যিখানের সেই বাড়িটার
তিনতলা ফ্লাট ভুলে গেছি
ভুল করে কি অন্য ফ্লাটের
বন্ধ কড়া নাড়িয়েছি?
এখন বোধহয় রাত বারটা
সেই বিকেলে লেনের উপর
লনের উপর দাঁড়িয়ে আছি।
তোমার বাড়ির ঠিকানা আর
বুক পকেটটা হারিয়েছি।
এখন বুঝি সকাল হলো?
নাকী আমি অনিরুদ্ধ
রাত্রিটাকে তাড়িয়েছি?
পাশের গলির মধ্যিখানের
সেই বাড়িটা, তিনতলা ফ্লাট
টবে ফোটা তিনটি গোলাপ
ঠিকানা আর বুক পকেটটা
এবং তোমায় হারিয়েছি।