ইচ্ছে এবং একাকিত্ব
ইচ্ছে করে নদীটাকে সাঁতরে বলি
তুই হলি এক কুলক্ষুনে রাক্ষুসীনি
পাহাড়টাকে ডিঙে এসে
পদাঘাতে ভেঙে বলি ধেততুরিকা।
গজিয়ে ওঠা কেওড়া কাটি
ভুঁইফোড় সব বন্ধু বান্ধব।
অবাঞ্চিত কারো কথায়
মন ভুলানো বন্ধ করি।
সব কবিতা পুড়ে ফেলি একনিমিষে।
ইব্রাহীমের স্বপ্ন দেখে কোরবানি দেই
সবচে' প্রিয় আপন মানুষ।
ইচ্ছেকরে অবিশ্বাসের মুখের উপর
জোরছে কটা ঝাটা মারি,
নগ্নকরি পথের মাঝে
ভালো কিছু মুখোশধারী।
প্রগতি আর অপ্রগতির মধ্যিখানে
সুকৌশলে দাঙ্গা লাগাই।
আকাশটাকে ধ্বংস করি
আগুণ ঝরা দীর্ঘশ্বাসে।
সব হারিয়ে বলতে থাকি
এইতো আমি একা একা বেশতো আছি।