বৃক্ষমানব

কষ্ট করে যে ঢেকেছে কষ্টকথাগুলো
তার কাছে জমা থাক
নির্বাক বৃক্ষের ইতিহাস।
গাছেরও প্রাণ আছে
একথা আবিস্কারের পূর্ব মুহুর্ত পর্যন্তও নির্জীব বৃক্ষরাজির কষ্টগুলো
লিখে রেখেছিলো লাজনম্র পাতায় পাতায়
সেই পত্রপল্লবগুলো সাক্ষী রেখে বলছি
সেই বৃক্ষের বাকল ছুঁয়ে শপথ করে বলছি
আমি প্রতিদিন কান পেতে শুনি এক
বাকহীন কান্নার বিমূর্ত বিলাপ।
তুমিও শুনতে পারো!
লিখতে পারো দীর্ঘ কবিতা,
অথবা চাইলে
আমাকেই কোনো এক
নির্বাক বৃক্ষের উপমা বানিয়ে
তোমার নুতন কোনো গবেষণার
সিনোপসিস করে নিতে পারো।
তোমার জন্যে- আজো আমি
প্রয়োজনে বৃক্ষ হতে পারি অবলিলায়।
যদি যবনিকায় লিখতে পারো আমার নাম
অনুভূতিহীন, নিশ্চল কোনো এক বৃক্ষমানব।

-মাসুদ আলম বাবুল
১১.৬.২০, সবুজবাগ, পটুয়াখালী।