বৃষ্টি এবং কদমফুল ও তুমি
বৃষ্টি হলে এসো কিন্তু, হয়না যেনো ভুল
তোমার জন্যে ফুটে আছে শুভ্র কদমফুল।
বৃষ্টি হলে কচুপাতার ছাতায় এসো ভিজে
ভিজলে তোমায় সত্যি বলছি ভালো লাগে কিযে!
বৃষ্টি হলো নরম এবং কোমল তোমার মতো
মনে আছে? ছোটোবেলা ভিজেছিলাম কতো?
তখন ছিলো মুক্ত হাওয়া মুক্ত আকাশ বন
এখন শুধু চারতলা ছাদ বারান্দা আর লন।
কদম ফুলটা কেমন যেনো আগের মতো নয়
বৃষ্টিটাও দেখাতে চায় বজ্রপাতের ভয়।
আসুক ঝঞ্ঝা আসুক বজ্রপাত
বৃষ্টি মানেই তোমায় দেখতে হবেই অকস্মাৎ।
মেয়েরা তো বৃষ্টি হলেই ভেজার বায়না ধরে
সেই সুযোগে একটি কদম দেবো তোমার করে।
তুমি এবং কদমফুলে বৃষ্টি সমন্বয়
বৃষ্টিভেজা নারী নাকী দারুণ শিল্পময়।
ভেজা চুলে কদম ফুলের তোমার ভীষণ হবি
আমার গাছে ফুটে আছে, নেবে? দেবো সবই।