অতৃপ্তির অন্ধকারে একা


সারারাত ক্লান্ত বর্ষারা বলেছিলো
ঘুমোও এবার
মোহমুগ্ধ পাখির ডানায় অন্বষণের রোদে পোড়া
সোনালি চিলের পাখা কতোটা যে অভিসারী হয়
জানে শুধু ঐরাবতী খেয়ালি বাতাস।
কেনো যে আকাশ জানে সে তোমায় কিছুই জানেনা
যার কাছে জমা থাকা ঝিলপার, দু'একটি বিকেল
সে শুধু বিকেলগুলো সন্ধ্যা করে প্রতিদিন,
অন্তর্গত আলোর অভাবে।
তবু সেই অন্ধকারে মেঘ নামে
বৃষ্টি হয় মৃনাল দু'চোখে
কবিমন দাড়কাক, চিল হয়ে ওড়ে
মেঘরোদে আকাশে আকাশে;
ঘুম নেই, কেনো যেনো ঘুমহীন
কেটে যায় পিয়াসির রাত।
টুপটুপ বৃষ্টি পড়ে ইউক্যালিপটাসের পাতার উপর
অতৃপ্তির অন্ধকারে
কাঠ ঠোকরার চঞ্চু বোনে
জানালার কাচে; ভুল মারসিয়া।

মাসুদ আলম বাবুল
২.৩.১৯
যাদবপুর বিশ্ববিদ্যালয়, কোলকাতা।