অরক্ষিত উপাখ্যানে

দেরাজের ফাঁকে পুরনো উপাখ্যানগুলো
আটকে ছিলো বহুদিন
পয়োমন্ত দৃষ্টিতে জেগে ওঠে কিছুকিছু নিবন্ধিত মুখ
মুখগুলো উপাখ্যান হয়,
পুরনো দেরাজে ধুকধুক অন্ধকারে
ক্লান্ত স্থির চোখে খুঁজি অনাগত দিন
একরাশ ধুলো আর অন্ধকারের ভেতর থেকে
ইতিহাসের পৃষ্ঠাগুলো যুতসই জীবন্ত এক
উপাখ্যান হয়ে ওঠে
জীবনটাই হাসি কান্না আলো আর আঁধারের মতো,
অরক্ষিত উপাখ্যান হতে থাকে বুঝি???

মাসুদ আলম বাবুল
১৩.৩.১৯ কালিকাপুর, পটুয়াখালী।