অযুত প্রেমের কাব্য-১
তুমি ভালো থাকলে
আকাশটা কেমন যেনো নীল নীল মনে হয়
সকালের প্রথম সূর্য উঠার মতো মনে হয়
তোমার হাসিটা।
তুমি ভালো থাকলে
পৃথিবীর সব বৃক্ষরাজি কৃষ্ণচূড়া হতে পারে
সব ঘাস-তৃণলতা হতে পারে রজনীগন্ধার স্তূপ;
শুধু তুমি ভালো থাকলেই
এভারেস্ট বিজয় একদম সহজতর হয়ে ওঠে
একজন প্রেমিকের জন্যে;
লক্ষ-কোটি আলোকবর্ষ দূরে, অতিদূরে, নাতিদূরে
তোমার হৃদয়ের কাছে পৌঁছে যাওয়া
সে আর এমন কী বলো?
শুধু তুমি ভালো থাকলেই
সবুজ ঘাসের আস্তরণের উপর
বিকেলের রঙ গালিচায়
হুটোপাটি খেতে পারে কোনো এক অবাধ্য প্রেমিক,
শুধু তুমি ভালো থাকলেই
অযুত ব্যাটালিয়ন সৈন্যের সামনে
সমরাস্ত্রহীন যুদ্ধে যেতে পারি তোমাকে নিয়ে,
শুধু তুমি ভালো থাকলেই-
এ কবিতা তোমার জন্যে
শুধু তুমি, ভালো থাকো প্রিয়তমা।
মাসুদ আলম বাবুল