লোমশহীন হড়খেকোর দল
পশমের গদিতে বসে
দেশের কল্যানসাধন করবেন ।
শীততাপ নিয়ন্ত্রিত যানে বসে
ঘুচাবেন দেশের বেকারত্ব ।
সাততলা ফ্ল্যাটে বসে
মাথা গোজার আশ্রয় দিবেন ।
রঙিন জলে চুমুক দিয়ে
দরিদ্রের চোখের জল মুছবেন ।
দু আঙুলের ফাকে ধোয়া উড়িয়ে
দূষন রুখবেন সমাজের ,
আর গলা ফাটিয়ে অঙ্গীকার করবেন
বৈচিত্রময় আমার দেশ
আজ আর্থিকভাবে সম্বল ।
বলি, এই চতুষ্পদ মাংশাসির দল
যাদের গায়ের চামড়া
আজ তোদের পরিধেয় বস্ত্র,
যাদের রক্ত বোতলে পুরে
আজ তোরা মাতাল,
যাদের বুকের পাঁজড়কে মুখাগ্নি করে
সমাজে চূড়ান্ত রায় দিস,
যাদের পদপিষ্ট করে
আজ তোরা উঁচু দরের,
তাদের শুধিয়েছিস কোনদিন
আমার দেশ কেমন ?
যেখানে কৃষক তার
উৎপন্ন ফসলের স্বাদ পায়না,
শ্রমিক যেখানে পদদলিত
পায়না নায্য পারিশ্রমিক,
দারিদ্রতা যাদের পোশাক,
হতাশা যাদের অন্ন,
ক্ষুধা যাদের কাছে শিরতাজ,
ইজ্জত যাদের জ্বালানী,
সুখ যাদের কাছে স্বপ্ন,
স্বপ্ন যাদের কাছে ভীতি
তাদের কাছে এই দেশ আজও বৈচিত্রপুর্ন ।