এক মুঠো ভিখগুলা দে মা ।
এ দুয়ার সে দুয়ার ,
দিনে শত দুয়ার পাল্টাই,
তবু পাল্টেনা আমার ভাগ্য ।
ঘরে আমার বাপ নেই,
মায়ের পা নেই,আর
জানিস মা জানিস
কপালে স্বামীর সুখ নেই,
মা পেটে দানা নেই,আর
দুয়ারে মায়ের অভাব নেই ।
মা ও মা ভিখগুলা দে মা,
দয়া মা দয়া,তোর দয়ায় এই
জঠর শান্ত কর মা ,
তোর পুন্য হবে,
আমার জ্বালা জুড়াবে,
দিবিনা মা ? মা পারবিনা
এই ভিখারীনির জ্বালা মেটাতে ?
পেটের জ্বালা মা বড় জ্বালা,
মনের জ্বালা না হয় মনেই থাক
জানতে দিবনা তোকে,কিন্ত মা
কি করে লুকায় উদর জ্বালা ।
মুখ দিয়ে ফেনা উঠে ,আর
নাড়ীতে পাক দেয় যখন, মা,
সেই পাকে পিষতে থাকে অন্তর,
মা আমাদের মন নেই
তাই মনের দাম নেই ,
কিন্তু মা আমার পেট আছে,
বল নেই, আর যেটুকু আছে
তাই দিয়ে হাত পেতেছি ।
ভাত মা ভাত, যে ভাত
তুই ফেলিস আর রাস্তার কুকুর
চেটেপুটে খায় , সেই ক্ষিদা, মা
ক্ষিদার জ্বালায় জ্বলতে থাকে মন,
আর এই কড়া রোদে যখন
পা মাটিতে পড়ে ,তখন মা
আমার মগজশুদ্ধ নড়ে ।