যার আগমনে চাষী পায় অন্ন,পালিত হয় নবান্ন।
ভ্রমণপিপাসু মেতে উঠে রুনুঝুনু শব্দে,
তুমি নর্তকি,তোমার নৃত্যে বেতাল সমগ্ৰ বিশ্ব।
রূপের ভান্ডার-তুমি রুপালি।
তোমার সবুজরুপে অন্ধ ফিরে পায় জগত,
তুমি দৃষ্টি।
তোমার চাঞ্চল্যে আলোড়িত হয় নিস্তব্ধ হৃদয়,
তুমি তরঙ্গ।
মৈত্রীর বন্ধন-তুমি চৈত্রের আহ্বান,
এই নগ্ন হৃদয়ের বুকে চাদর স্বরূপ ফসল,
তুমি চৈতালী,
এই শূন্য মনের অহংকার।