আমি যুদ্ধ দেখিনি,
সবুজের বুকে লাল একটা পতাকা দেখেছি ।
আমি বন্ধুক কাঁধে লড়াই করিনি,
পতাকা কাঁধে ঘুরে বেরিয়েছি সবুজ ফসলের মাঠে ।
আমি শহীদের রক্ত দেখিনি,
নিরীহ মানুষের রক্তে ভেজা রাজপথ দেখেছি ।
আমি পঁচিশে মার্চ কাল রাতের লেলিহান শিখা দেখিনি,
পেট্রোল বোমায় সারা দেশ জ্বলতে দেখেছি ।
আমি দুর্ভিক্ষ দেখিনি,
দুর্নীতি দেখেছি।
আমি হানাদার বাহিনীর লুটপাট দেখিনি,
সরষের বস্তায় ভূত আর কাল বেড়াল দেখেছি।
আমি ব্যাভিচারী মিলিটারি দেখিনি,
সম্মানের মুখশের আড়ালে থাকা, ধনী লুচ্চা দেখেছি।
আমি মিলিটারির ভয়ে গ্রাম ছাড়তে দেখিনি,
সন্ত্রাসের ভয়ে এলাকা ছাড়তে দেখেছি।
আমি যুদ্ধের ময়দানে দাড়িয়ে নেতার বক্তৃতা শুনিনি,
পল্টন ময়দানে দাড়িয়ে গলাবাজি শুনেছি ।
আমি যুদ্ধ দেখিনি!