আবার আমি আসব তোমার তরে,
আসব ওই শীতল আঁচলের ছায়ায়;
একটু সুখ পাবার আশায়।

দেখব তোমায় নিঝুঁম রাতের জোছনায়,
সবুজ ঘাসের বিছানায় বসা;
পদ্মার তীরে, মুক্ত পবনে।

সবুজ শ্যামল এই গাঁয়ের কোন এক কুটিরে;
হইবে মিলন তোমার আমার।
উষ্ণ শীতল পরশে জুড়িয়ে যাবে তোমার হৃদয়,
তুমি অপলক চোঁখে চেয়ে দেখবে আমায়।

যখন রাত ফুরিয়ে যাবে!
বিদায় নেব আমি তোমার তরে।
কোন এক নিরুদ্দেশের যাত্রী হোয়ে।
আবার কোন একদিন,
আসব আমি তোমার তরে !