আমার জীবন কবিতার শেষ চরণটা লেখা হয়নি
জীবন থেকে অনেক গুলো বছর ঝড়ে পড়েছে,
আশ্বিনের শিউলির মতো; রাতের আঁধারে !
কিন্তু কবিতার শেষ চরণটা লেখা হয়নি ।

কলমটি যেমন হাতে ছিল;
ঠিক তেমনি রয়েছে,
শুধু উইপোকা খেয়ে ফেলেছে কবিতার খাতার কিছু অংশ।

সেদিন একটি উইপোকা চোঁখ টিপে হেসে বলল-
কবি লিখে ফেলো কবিতার শেষ চরণ;
আর বেশিদিন বাকি নাই,
তোমার কবিতার খাতার মরণ।

চুপ রহো শয়তান !
আমি লিখব; আমার জীবন কবিতার শেষ চরণ,
আমি লিখব !

কিন্তু আমি সেদিন একটি অক্ষরও লিখতে পারিনি !
একটি ছন্দও মিলাতে পারিনি, আমি সেদিন !
দেখেছি উইপোকা শুধু খেয়ে যাচ্ছে আমার জীবন কবিতার খাতা ।
আমি অসহায় বসে আছি, লিখব বলে জীবন কবিতার কথা ।