মানুষ চিরদিন ই গল্প শুনতে চেয়েছে
আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো,
আমি ছাপান্ন হাজার বর্গমাইলের সুলুক সন্ধানের গল্প বলবো
বলবো শিকল দিয়ে শিকল ভাঙার গল্প।

শব্দের বিবরে ধ্বনির সম্মোহনে এই গল্প মোমগলা অনুভূতি এনে দেবে
কম্বল মোড়ানো উষ্ণতায় এই গল্প শানিত উন্মাদনায় বুঁদ করে রাখবে
ঠোঁটে মুখে মাথায় অসম্ভব এক সেনসেশন সৃষ্টি করতে যাচ্ছে আমার এই গল্প।

আমি আমার সমস্ত জীবন খরচ করে একটা অমিত সাহসের গল্প বলবো
জীবনের সমস্ত নির্যাস নিংড়ে নিংড়ে মৃত্যুঞ্জয়ী একখানা গল্প বলতে যাচ্ছি,
আমি বলতে যাচ্ছি একটা বিবস্ত্র গোলাপের চেতিয়ে ওঠা আত্মকাহিনীর‌ কথা
বলতে যাচ্ছি আসমান সমান জনপ্রিয় একটা গল্পের কথা।

শুরু করতে যাচ্ছি ফসলের ঘ্রাণে বেড়ে ওঠা নবান্ন উৎসবের গল্পকথা
এই গল্প কামারের কুমারের চামারের
এই গল্প বাংলার বাংগালীর সাওতালির
গল্পটা ৭ কোটি বাংলাদেশীর
গল্প অনি:শেষ‌ গৌরবের
গল্প বিজয় একাত্তরের
এই গল্প বলা কখনো শেষ হয় না…