জল জমি জংগল
সব হাত ছাড়া হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট
শুধু কাউকে পাওয়ার ধ্রুপদী পিপাসাটাই রয়ে গেছে।

ভেতরে ভেতরে
ভাংগন ধরে সব নি:শ্বেষ হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট
শুধু নি:সঙ্গতার প্লাবনটাই রয়ে গেছে।

জীবন্ত গ্রাম্য বেলার সেই দিন ফুরিয়ে গেছে
গেছে যে গেছে একেবারেই গেছে!
আর কিছু নেই অবশিষ্ট
মরা মাংসের টুকরোর মত এই জীবনে
শুধু ইমোশোনটাই রয়ে গেছে।

তারুণ্যের দিনগুলো কবেই পার হয়ে গেছে
দ্রোহ আর মিছিলের দিনগুলোও শেষ হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট
শুধু প্রাণের ধুকপুকুনিটাই রয়ে গেছে ।

অভিমানের দলাগুলো ইছামতীর গর্ভে ফেলা হয়েছে
ধুয়ে মুছে সব শেষ  
আর কিছু নেই অবশিষ্ট
শুধু ছাই চাপা আগুনের ধিকি ধিকিটাই রয়ে গেছে।

পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শেষ
কাকের অন্ন ছিটানোর মত অবহেলাও জমেছে বেশ
হাতের পাঁচ দেখাও শেষ,
আর কিছু নেই অবশিষ্ট
পুড়ে যাওয়া স্মৃতির শুধু দাবদাহটাই রয়ে গেছে…