আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে যদি কেউ ভালো থাকতে চায়
ভালো থাকুক
অনেক আয়োজন করে মানুষ ঠকিয়ে কেউ যদি
শান্তি পায়
পাক।

মোমবাতির মত পুড়ে পুড়ে যদি আলোর বাণ আনতে হয়
আলো আসুক
সদ্য ফোঁটা কলমি লতার সুন্দর ভবিষ্যতের জন্য  
লড়াইয়ের রাজপথ যদি স্লোগানে স্লোগানে মুখরিত করতে হয়
করুক।

কাঁপন ধরানো একটি শব্দ জন্ম দেবার পিছনে যদি হাজার হাজার পচনশীল শব্দ খরচ করতে হয়
খরচ হোক
হারাম পয়সার প্লেট ছুঁড়ে ফেলে কেউ যদি হাত ধুয়ে উঠে যেতে চায়
যাক।

কষ্টের প্রবাল প্রাচীরের আঘাতে ভেংগে চুরে খানখান হয়ে কেউ যদি আবার দাঁড়াতে চায়
দাঁড়িয়ে যাক
বেদনার চাপ চাপ রক্ত ধুয়ে মুছে কেউ যদি
মেদ বর্জিত টান টান কবিতা লিখতে চায়
লিখুক।

আত্মীয়হীন অনুভূতিহীন পৃথিবীতে কাউকে যদি
একাই সব ফুল ফোটাতে হয়
ফুটিয়ে নিক
গোপনতা নীরবতা নিঃসঙ্গতার আয়নাঘর ভেংগে
কেউ যদি ভালোবাসার নি:শব্দ নিসর্গে তরী ভেড়াতে চায়
দেরি করে হলেও সে ভিড়ুক…