দেশে দেশে নেই মানুষের মাঝে হাঁক ডাক,
রোডে দেখা যায়না মানুষ আর ঝাক ঝাক,
বাঁচার তাগিদে মানব জাতি আজ বড়ই নির্বাক,
মানুষের মাঝে নেই কোনো ক্ষোভ, নেই অনুরাগ।
চারিদিকে শুধু মৃত্যুর মিছিল,
শান্তশিষ্ট আজ সমাজ সুশীল,
কমে গেছে আজ
দেশে অশ্লীল কাজ।
বিদ্যাপীঠে শিক্ষার্থীর দল করেনা কোলাহল,
প্রজন্ম রক্ষায় সবার মনে শুধু কৌতুহল।
টেলিভিশনে দেখা যায়না সিরিয়াল কোন অনুষ্ঠান,
এসবের প্রতি মানুষের নেই অহেতুক কোন টান।
সবাই চিন্তায় বিভোর, বাঁচবে কিভাবে সব প্রাণ!
মুক্ত মনে ছুটে কবে নিঃশ্বাস নিবে অফুরান!
বিজ্ঞানীরা গবেষণাগারে শ্রম দেয় দিন রাত,
সাফল্য হবে এক দিন, হাসবে নতুন প্রভাত!