নদীর ও ওপারে বন্ধুর বাড়ি
নাও নাই ঘাটে কেমনে দিব পাড়ি
ঐ পারে তে পন্থ চেয়ে আছে সোনা পাখি।
মাঝিরে ডাকিয়া সাড়া
বাঁচেনা প্রাণ বন্ধু ছাড়া
পার করে দাও দোহায় লাগে মাঝি
ঐ পারেতে পন্থ চেয়ে আছে সোনা পাখি।
সুর তুলেছে মাঝি গানে
কান্দে সখী সইনা প্রাণে
ভরা গাঙ্গে কেমনে যাব সাঁতার না জানি
ঐ পারেতে পন্থ চেয়ে আছে সোনা পাখি।