যদি চলতে পথে আমি হটাৎ থেমে যাই,
আমার গন্তব্যকে আস্তে আস্তে
করে ভুলে যাই।
যদি দু'চোখের স্বপ্নকে মরীচিকার মত
করে ভেবে নেই,
অশ্রু সিক্ত উচ্চ আশাকে আমি যদি
নোনা সাগরে ভাসিয়ে দেই,
সুপ্ত হৃদয়কে যদি অলসতার বাতাশে
গভীর নীদ্রায় শায়ীত হই,
যদি এই বিশাল পৃথিবীতে আমি
সংকিন্ন বাতায়নে সীমাদ্ধ রই।
তাহলে আমার জীবন গভীর জঙ্গলের
পশু পাখির মত মনে হবে,
কন্ট কাটিন্ন পথে নিজের জীবনকে
খাদকের কাছে বিলিয়ে দিতে হবে।
বিশাল পৃথিবীতে প্রচুর অন্নের মাঝে থেকেও
অন্নাভাবে মরতে হবে।
সমস্ত পৃথিবীকে যদি আমি ভুলে যাই
তবে এই পৃথিবী আমাকে ভুলে যাবে,
অশ্রুসীক্ত দু'টি নয়নকে বদ্ধ কারাগারে
দুঃখের কামড়ে কুড়ে কুড়ে খাবে।
তাইতো পৃথিবীকে চিনতে আমি
দুর্গম পথে চলেছি,
চলতে পথে শতাধিক মরীচিকার মত
মায়াকে ভুলেছি।