ওরে হাড় কাপানো নিষ্ঠুর শীতের বাতাশ,
রুদ্রটা ঝলসানোর নত নয়,
হালকা ঘোলা ঘোলা আকাশ,
সকাল সন্ধ্যায়, ঘন কুয়াশায়,
কত মানব ভীড়ের মাঝে পথ হারায়।
ওরে নিষ্ঠুর শীতের বাতাশ,
কান দিয়ে যখন মানুষের মস্তিষ্কে
প্রবেশ কর,
হীমেল হাওয়ায় বরফ গলা পানিতে,
দুর্বার ওপর আমার পদদ্বয়
ভিজে যায়,
তখন মানব শরীরে সীমাহীন কষ্ট
অনুভূত হয়।
কুয়াশায় ভেঁজা বাতাশ যখন নিঃশ্বাসে
ফুঁসফুঁসে প্রবেশ করে,
যেন সাচ্ছন্দের জংঝাল হৃদয় থেকে
বের করে আনে,
অবশেষে শৈত প্রবাহে কত মানব মৃত্যুর
কোলে ঢলে পড়ে।
কিন্তু তোমার বাতাশ অতো নিষ্ঠুর নয়,
যতটা স্বার্থপর বন্ধুর হৃদয় হয়ে থাকে,
তোমার নিষ্ঠুরতা অতো কঠিন নয়,
যতটা স্বার্থপরতা মানবতাকে খেয়ে ফেলে।